(গুরুত্বপূর্ণ ঘটনা)
ক্রঃ নং- | বধ্যভূমি, স্থান ও তারিখ শহীদের সংখ্যা | সম্মুখ সমর, স্থান ও তারিখ | প্রশিক্ষণ শিবির | শহীদদের সংখ্যা | বি.এস খতিয়ান ও দাগ/জমির পরিমান | সংক্ষিপ্ত বিবরণ |
১। |
|
| ফজলুর কাদের চৌ: সাথে তার পরিবার ও কয়েকজন পাক-বাহিনী সহ গ্রেফতার। |
| মৌজা-রাঙ্গাদিয়া মালিকানা-সি.ইউ.এফ.এল বি.এস দাগ নং-১১৫৭ | ফকা চৌধুরী পরিবার নিয়ে বার্মা পালিয়ে যাওয়ার সময় ১৫নং ঘাটে (বর্তমানে সিইউএফএল ঘাটে) বোট আটকিয়ে গেলে লোক মারফত মুক্তিযোদ্ধারা সংবাদ পান এবং ৫০/৬০ জন মুক্তিযোদ্ধা উক্ত স্থানে গিয়ে পরিবারসহ ফকা চৌধুরীকে গ্রেপ্তার করেন। তারিখ: ১৪/১২/১৯৭১, বেলা- ১২.০০ টা |
২। |
| বরুমছড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন। তাং-সেপ্টে/অক্টো/৭১ বেলা-২ ঘটিকা। |
|
| মৌজা-বরুমছড়া মালিকানা-প্রাথমিক বিদ্যালয় বি.এস খতিয়ান নং-৪৮২ বি.এস দাগ নং-২৪১৯ জমির পরিমান-০.০৩ শতক। | রাজাকার আলবদর বাহিনী শীলপাড়া ও শরীয়ত উলা মাষ্টারের বাড়ী পুড়াইতে শুরু করলে বারখাইন, তৈলারদ্বীপ থেকে ২০-২৫জন মুক্তিযোদ্ধা এসে রাজাকারদের উপর আক্রমন চালালে রাজাকারেরাও পাল্টা আক্রমন করে পরে রাজাকারেরা নলদিয়া গ্রাম হয়ে বরুমছড়া ত্যাগ করে। |
৩। |
| রুস্তমহাট/বটতলী তাং-২৯/১১/৭১ বেলা-২ ঘটিকা। |
|
| মৌজা-বটতলী, মালিকানা-সরকারী খাস, দাগ নং-২০৪৬, ৪১৬৫ জমির পরিমান-১০ শতক। | প্রায় ১৭০ জন রাজাকার বটতলী রস্তমহাটে আসলে মুক্তিযোদ্ধারা চারপাশ থেকে আক্রমন চালালে রাজাকারেরাও আক্রমন চালায়। এখানে একজন রাজাকার মরা যায় ও রাজাকার কমান্ডার আহমদ ছফাসহ অনেক রাজাকারকে গ্রেফতার করা হয় এবং পরে ফাইয়ারিং স্কয়ার্ডে দেওয়া হয়। অনেক রাজাকার পালিয়ে যায়। |
৪। |
| সুরমাপুকুর পাড় সেপ্টে/অক্টো/৭১ সকাল-৭ ঘটিকা। শহীদ-০১ জন। |
|
| মৌজা-বোয়ালিয়া মালিকানা-ব্যক্তি মালিকানা। বি.এস খতিয়ান নং-৬৪২ বি.এস দাগ নং-২৬৬৯। | যুদ্ধকালীন গ্রুপ নং- ৩২,৩৩,৩৪,৩৫,৩৬ এর মুক্তিযোদ্ধারা সাথে রাজাকার, আলবদর, আলশামস এর সম্মুখ যুদ্ধ। উক্ত যুদ্ধে মুক্তিযোদ্ধা রস্তম আলী শহীদ হয় এবং উক্ত স্থানে দাফন করা হয়। |
৫। |
| আনোয়ারা থানা তাং-২৩/০৯/৭১ ভোর-৫ ঘটিকা। |
|
| মৌজা-আনোয়ারা, মালিকানা-ব্যক্তি মালিকানা ও থানার দখলে। বি.এস খতিয়ান-৬, দাগ-১৩০৩, জমির পরিমান-১০ শতক। | যুদ্ধকালীন গ্রুপ নং- ৩২,৩৩,৩৪,৩৫,৩৬ এর মুক্তিযোদ্ধারা পূর্ব পরিকল্পনা নিয়া শত্রুবাহিনীকে চারপাশ থেকে আক্রমন করে। সম্মুখ যুদ্ধে বেশ রাজাকার ও তাদের দোসর নিহত হয় এবং ১৫/২০জনকে গ্রেফতার করে ফাইয়ারিং স্কয়াডে দেওয়া হয়। |
৬। |
| আতাউর রহমান খান কায়সার সাবেক এম.সি.এ সাহেবের বাড়ী, ১৭/০৪/৭১ সকাল ১১ টায় পাক হানাদার বাহিনী গান পাউডার দিয়ে বাড়ী পুড়িয়ে দেয়া হয়। |
|
| মৌজা-তৈলার দ্বীপ মালিকানা-ব্যক্তি মালিকানা। বি.এস খতিয়ান নং-১১৮, ১১৯, ১২০। দাগ নং-৯৫৬৬, ৯১৫১, ৯১৫৬, ৯১৫৭, জমির পরিমান-১০ শতক। | পাকহানাদার বাহিনী গান পাউডার ছিটিয়ে আগুন দিয়ে বাড়ী পোড়াইয়া দেওয়া হয়। |
৭। |
| বারখাইন সঙ্খ নদীর পাড় ভাঙ্গারমুখ, ১৯৭১ সালের নভেম্বর মাসের শেষ ভাগে। |
|
| মৌজা-বারখাইন। মালিকানা-সরকারী খাস জায়গা। বি.এস খতিয়ান নং-১০০০৪ বি.এস দাগ নং-৯১১৬, জমির পরিমান-১০ শতক। | পাকহানাদর বাহিনী ও রাজাকারদের সাথে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধ হয়। |
৮। | জয়কালী বাজার পশ্চিম পার্শ্বে ভরা দিঘীর দক্ষিণ পাড়। তাং-০৪/১০/৭১ বেলা-১১ ঘটিকা। শহীদ-০৭ জন। |
|
|
| মৌজা-আনোয়ারা। মালিকানা-ব্যক্তিমালিকানা। বি.এস খতিয়ান নং-১১২০ বি.এস দাগ নং-২৪২৪ জমির পরিমান-০.০৪ একর। | জয়কালী বাজার এলাকাটা বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকা হয়। একদিন পাকবাহিনী ও তাদের দোসরেরা বাজারের দোকানদারদের ধরে এনে একই স্থানে গুলি করে হত্যা করে। |
৯ | পূর্ব বারখাইন বিদ্যালয় প্রাঙ্গন। তাং-সেপ্টে/অক্টো/৭১ সকাল-১১ ঘটিকা। শহীদ-০৭ জন। |
|
|
| মৌজা-পূর্ব বারখাইন মালিকানা-ব্যক্তি মালিকানা, বি.এস খতিয়ান নং-২৫৪, ১৩৯০, ৯২ বি.এস দাগ নং-৭০৪৪, ৭০৪৫ জমির পরিমান-০.১০ একর। | পাকবাহিনী ও রাজাকাররা এলাকার লোকজনকে ধরে এক জায়গায় জড়ো করে ব্রাসফায়ার ককরে হত্যা করে। |
১০ | পরৈকোড়া উচ্চ বিদ্যালয় পুকুর পাড়, বাথুয়াপাড়া, পূর্ব কন্যারা। তাং-২১/০৫/৭১। বেলা-২ ঘটিকা। শহীদ-১৭৬ জন। |
|
|
| মৌজা-পরৈকোড়া। মালিকানা-সরকারী খাস (স্কুলের দখলে) বি.এস খতিয়ান নং-৫৮৪ বি.এস দাগ নং-২৩৪৫ জমির পরিমান-০.৪০ শতক। | পাকবাহিনী, রাজাকার, আলবদর বাহিনী স্থানীয় স্বাধীনতা বিরোধিদের সহযোগিতায় এলাকাবাসিদের ধরে এনে গুলি করে হত্যা করে। |
১১ | সুরমা পুকুর পাড় (শম্ভু পুকুর) বারশত। তাং-০৭/০৭/৭১। সকাল-১০ ঘটিকা, শহীদ-৩০ জন। |
|
|
| মৌজা-বোয়ালিয়া মালিকানা-ব্যক্তিমালিকানা বি.এস খতিয়ান নং-৬৪২ বি.এস দাগ নং-২৬৬৯ জমির পরিমান-০.৯০ শতক। | উক্ত স্থানে মুক্তিযোদ্ধাদের সাথে রাজাকার, আলবদরদের আক্রমন, পাল্টা আক্রমন হওয়ায় রাগের বশবর্তী হয়ে পাকবাহিনীসহ রাজাকার আলবদর বাহিনী একত্রে আসিয়া উক্ত স্থানে লোকজনকে ধরে লাইন করে গুলি করে হত্যা করে। |
১২ | খিলপাড়া, ১নং ওয়ার্ড। তাং-২১/০৪/৭১। শহীদ-০৯ জন। |
|
|
| মৌজা-খিলপাড়া বি.এস খতিয়ান নং-১৩৮ বি.এস দাগ নং-৪৯৪, ৪৯৫। | স্থানীয় দোসর ও পাকবাহিনী এলাকার লোকজনের উপর এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। |
১৩ | বন্দর বধ্যভূমি বর্তমানে কেইপিজেড কর্তৃক অধিগ্রহণকৃত। |
|
|
| মৌজা-বন্দর, মালিকানা-কেইপিজেড। বি.এস খতিয়ান নং-১ বি.এস দাগ নং-১৫৫৬ জমির পরিমান-০.৫০ একর। | স্থানীয় রাজাকার, আলবদর, আলশামসদের সহযোগিতায় পাকবাহিনী এলেকার লোকজনকে উক্ত স্থানে জড়ো করে লাইন করে দাঁড় করে ব্রাস ফায়ার করে হত্যা করে। পরে কয়েকটি গর্ত করে ১০-১৫জনকে মাটি চাপা দেয়া হয়। |
| দক্ষিন বন্দর বধ্যভূমি তাং-২০/০৫/৭১ সময়-সকাল ৭ টা হইতে ৯ টা। শহীদের সংখ্যঅ -৩৪ জন। |
|
|
| মৌজা-বন্দর, মালিকানা-সরকারী খাস বি.এস খতিয়ান নং-১ বি.এস দাগ নং-১৫৭৬ | স্থানীয় দোসর ও পাকবাহিনী এলাকায় লোকজনকে জড়ো করে গুলি করে হত্যা করে। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS