গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
আনোয়ারা,চট্টগ্রাম।
তথ্য বাতায়ন: anwara.chittagong.gov.bd
স্মারক নং-০৫.২০.১৫০৪.০০০.১৭.০০১.১৫- তারিখ: ২২/০৩/২০১৫খ্রি.
বিষয় : ডিজিটাল মেলায় অংশগ্রহণ প্রসংগে।
সূত্র : ৯ মার্চ ২০১৫খ্রি: তারিখে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজন মতবিনিময় সভার সিদ্ধান্ত মোতাবেক।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, আগামী ২৫/০৩/২০১৫ ও ২৬/০৩/২০১৫ তারিখ ০২(দুই) দিন ব্যাপি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সে ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা ডিজিটাল উদ্ভাবনী মেলা প্রস্তুতি সভার সিদ্ধান্ত মোতাবেক আপনার প্রতিষ্ঠানকে ডিজিটাল মেলায় অংশগ্রহণের নিমিত্তে ০১ টি ষ্টল স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এমতাবস্থায় উক্ত মেলায় আপনার প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
| (মুফিদুল আলম) উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারা,চট্টগ্রাম। ফোন: ০৩০২৯-৫৬০০১ ফ্যাক্স: ০৩০২৯-৫৬০৩৩ ই-মেইল: unoanwara@mopa.gov.bd |
প্রাপক: ................................................................... ................................................................. আনোয়ারা,চট্টগ্রাম। |
|
অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো:
১। জেলা প্রশাসক,চট্টগ্রাম।
২। চেয়ারম্যান,উপজেলা পরিষদ,আনোয়ারা,চট্টগ্রাম।
৩। অফিস নথি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS