Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
যেখানে আকাশ নীলা মিশে গেছে সাগর নীলে............
Details

পারকী সমুদ্র সৈকত :
স্থানীয় ভাষায় 'পারকীরচর' আর পর্যটনীয় ভাষায় 'পারকী বিচ' বা 'সৈকত'। এটা মূলত কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। অর্থাৎ কর্ণফুলী নদীর মোহনার পশ্চিম তীরে পতেঙ্গা সমুদ্র সৈকত এবং পূর্ব-দক্ষিণ তীরে পারকী সমুদ্র সৈকত। এটি চট্টগ্রাম জেলার আনোয়ার থানার অন্তর্গত একটি উপকূলীয় সমুদ্র সৈকত। চট্টগ্রাম সার কারখানা ও কাফকো যাওয়ার পথ ধরে এ সৈকতে যেতেহয়। বিচে ঢুকার পথে সরু রাস্তার দুপাশে সারি সারি গাছ, সবুজ প্রান্তর আর মাছের ঘের দেখতে পাবেন। বিচে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অসংখ্য ঝাউ গাছআর ঝাউবন দেখতে পাবেন। ঝাউবনের ফাঁকে ফাঁকে অসংখ্য খাওয়ার দোকান আছে। বিচে ঘোড়া, রাইডিং বোট, বসার জন্য বড় ছাতাসহ হেলানো চেয়ার পাবেন।
সেখানে ইতি মধ্যে ব্যক্তি মালিকানায় গড়ে উঠেছে লুসাই পার্ক যা পর্যটকের নতুন আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে ।লুসাই পার্ক এন্ড রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক জনাব কাইয়ুম জানালেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকের জন্য রয়েছে উন্নত মানের খাবার পরিবেশনের সুব্যবস্থা সহ নিরিবিলিতে বসে সময় কাটানোর ব্যবস্থা ।তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার ও তারা নিয়ে থাকেন ।নিচের নং ০১৭১৩৪৬২১৬৪ ফোন করে বুকিং দিয়ে আপনিও তাদের আতিথ্য গ্রহণ করতে পারেন ।

© রহিম সৈকত

Images
Attachments