Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পারকী সমুদ্র সৈকত
স্থান
পারকি, আনোয়ারা, চট্টগ্রাম।
কিভাবে যাওয়া যায়
চট্টগ্রাম শহরের বহদ্দারহাট বাস ষ্টেশন থেকে সরসারি বৈরাগ ইউনিয়নের মহালখান বাজার পর্যন্ত সড়ক পথে বাস চলাচল করে। মহালখান বাজার হতে ব্যক্তিগত গাড়ি অটোরিক্সা, টেম্পু যোগেও সহজে যাতায়াত করা যায়। দূরুত্ব মাত্র ২৫ কি: মি:।
বিস্তারিত

পারকী সমুদ্র সৈকত আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত। পারকী সমুদ্র সৈকতের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ইতোমধ্যে দেশ বিদেশের পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। কর্ণফুলীর নদীর উপরে অবস্থিত শাহ্ আমানত সেতুর পার হয়ে কেইপিজেড, কাফকো, সিইউএফএল এর পাশ ঘেষে সড়ক পথে সমুদ্র সৈকতে পৌঁছাতে ৩০ মিনিট সময় লাগে। সরকারিভাবে এখানে এখনো পর্যটকদের অবস্থানের জন্য  কোন পর্যটন কেন্দ্র গড়ে উঠেনি। এ সৈকতকে কেন্দ্র করে আকর্ষনীয় পর্যটন এলাকা গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে।

 

 

 

Parki beach is situated in Gahira, Anwara thana under southern Chittagong region. The beach lies about 28 km. away from Chittagong city. As the beach is situated at the Karnaphuli river channel, visitors can view both the Karnaphuli river and the sea together. Tourists enjoy the views of big ships anchored at the outer anchor, fishermen catching fish in sea, sunset, various coloured crabs at the beach, and quiet environment. In picnic season, many visitors come to the beach.


Location and transportation 
Parki beach lies at Karnaphuli river channel, which is about 8 km. from Anwara thana and 28 km. away in the southern part of Chittagong city. This sandy beach is about 15 km. long and 300 - 350ft. wide with 20 km tamarisk forest created by the forest division. Anwara thana is 20 km from Chittagong. Anwara thana is connected by road with Chittagong - Cox's Bazar highway and is accessible from all over Bangladesh including Dhaka city. The beach is located 8 km. away from the Chatri Choumuhoni point in this highway.