Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যাবলী

. রাজস্ব প্রশাসন ব্যবস্থাপনা:
 

 ১) উপজেলার রাজস্ব অফিস সমূহের কার্যক্রম নিয়ন্ত্রণ, তত্ত্বাবধান ও পরিবীক্ষণ।

২) ভূমি উন্নয়ন কর নির্ধারণ, আদায়, মওকুফ ও পুনঃনির্ধারণ।

৩) ভূমি রেকর্ড, রক্ষণাবেক্ষণ এবং হালনাগাদকরণ।

৪) কৃষি ও অকৃষি খাস জমি এবং অন্যান্য সরকারি সম্পত্তির বন্দোবস্ত প্রদান।

৫) অধিগ্রহণকৃত কিন্তু অব্যবহৃত জমি পুনর্খাসকরণ।

৬) সরকারি কর বহির্ভুত রাজস্ব আদায় এবং এসংক্রান্ত হিসাব বিবরণী সরকারের কাছে প্রেরণ।

৭) রাজস্ব মামলায় আপিল শুনানী।

৮) রাজস্ব সংক্রান্ত অভিযোগ তদন্ত।

৯) হাটবাজার ব্যবস্থাপনা ও উন্নয়ন।

১০) হাটবাজারের পেরিফেরি নির্ধারণ।

১১) নতুন হাটবাজার স্থাপন প্রক্রিয়াকরণ।

১২) সায়রাত মহালসহ সরকারের অন্যান্য মহাল ব্যবস্থাপনা।

১৩) রেকর্ডরুম ব্যবস্থাপনা।

১৪) অন লাইনে আবেদনের মাধ্যমে সরকারি দলিলপত্রাদির নকল সরবরাহ।

১৫) অর্পিত, খাস, পরিত্যক্ত সম্পত্তি এবং বিনিময় সম্পত্তি ব্যবস্থাপনা ও নিষ্পত্তি করণ।

১৬) সরকারি স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানি মামলা পরিচালনা তত্ত্বাবধান।

১৭) আন্তঃজেলা সীমান্ত বিরোধ মীমাংসা।

১৮) সিকস্তি জমির ক্ষেত্রে এডিলাইন হালনাগাদ করণ এবং পয়স্তি ভূমির ক্ষেত্রে চর্চাম্যাপ প্রস্তুত।

১৯) ভূমি রেকর্ড  জরিপ অধিদপ্তরের সাধারণ ভূমি জরিপ কর্মসূচিকে সহায়তা প্রদান।

২০) ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ডিজিটাল ভূমি জরিপ কর্মসূচিকে সহায়তা প্রদান।

২১) ইউনিয়ন ভূমি অফিস সৃজন।

২২) উপজেলা ভূমি অফিস সমূহের রক্ষণাবেক্ষণ এবং সংস্কার।

২৩) রাজস্ব বিষয়ক রিপোর্ট ও রিটার্ন সরকার বরাবর প্রেরণ।

২৪) সরকারি স্বার্থ সংশ্লিষ্ট ভূমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ ও খাস জমি পুনরুদ্ধার।

২৫) বন আইন অনুযায়ী বন ভূমি ব্যবস্থাপনা।

২৬)উপজেলার রাজস্ব সম্মেলন আয়োজন।

২৭) কৃষি ও অকৃষি খাস জমি ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়ন।

২৮) দরিদ্র এবং ভূমিহীনদের জন্য সরকারের পুনবাসন কর্মসূচি যেমন আশ্রয়ণ, আবাসন, আদর্শগ্রাম, গুচ্ছগ্রাম এবং জলবায়ু দুর্গত মানুষের পুনবার্সন প্রকল্পের বাস্তবায়ন ও তদারকি।

২৯) সরকারের ভূমি সংস্কার নীতিমালা বাস্তবায়ন।

৩০) বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক প্রসেস জারি এবং জরিমানা আদায়।

৩১) বিজ্ঞ আদালতের রায়/ডিক্রী/আদেশ বিষয়ে কার্যক্রম গ্রহণ।

৩২) অকৃষি কার্যক্রমের সম্প্রসারণ থেকে মূল্যবান কৃষি জমি রক্ষায় বৈশিষ্ট্যভিত্তিক ভূমি বিভক্তি পদ্ধতি প্রবতনের উদ্যোগ গ্রহণ।

৩৩) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীয় মালিকাধীন সম্পত্তির বিক্রি/হস্তান্তরের ক্ষেত্রে অনাপত্তি সনদ প্রদান।

৩৪) ভূমি রেজিস্ট্রেশন ম্যানুয়েল এবং প্রাসঙ্গিক  বিধিবিধান অনুসরণে অবমূ্ল্যায়িত (ইম্পাউন্ড)মামলার নিষ্পত্তি;

৩৫) প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা;

৩৬) রাজস্ব প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সংস্থাপন বিষয়াদি।
 

২. নির্বাহী ম্যাজিস্ট্রেসি :
 

১)   ১৮৬০ সালের দন্ডবিধি ও ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব ও কর্তব্য পালন।

২)  ১৮৬১ সালের পুলিশ আইন ও ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনস্ অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব ও কর্তব্য পালন।

৩) জেল কোড অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত যাবতীয় ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব ও কর্তব্য পালন।

৪) মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা।

৫) বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী সান্ধ্য আইন জারির ক্ষমতা।

৬) সকল মাইনর এ্যাক্ট অনুযায়ী ক্ষমতা প্রয়োগ এবং দায়িত্ব ও কর্তব্য পালন।

৭) নির্বাহী ম্যাজিস্ট্রেসি সম্পর্কিত প্রতিবেদন সরকারের কাছে প্রেরণ।

৮) রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কার্যক্রম।

৯) থানা পরিদর্শন/ দর্শন।

 

. জনশৃঙ্খলা জননিরাপত্তা :
 

১) দাঙ্গা, হরতাল, রাজনৈতিক উত্তেজনা, শ্রমিক অসন্তোষ ইত্যাদি জরুরি পরিস্থিতির সময় জনশৃঙ্খলা বিধান।

২) বিবাদমান পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ১৮৯৮ সালের ফৌজদারী কাযবিধির ১৪৪ ধারা মতে ব্যবস্থা গ্রহণ।

৩) গুন্ডা, টাউট, সন্ত্রাস দমন এবং চোরাকারবার, মাদকব্যবসা ইত্যাদি নিয়ন্ত্রণ।

৪) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন মোতাবেক আটকাদেশ প্রদান।

৫) সরকারি সম্পত্তির (জমাজমি, দালান কোঠা ইত্যাদি) দখল পুনরুদ্ধার সংক্রান্ত  কার্যক্রম।

৬) এসিডের অপব্যবহার রোধ।

৭) মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ।

৮) নারী ও শিশু নির্যাতন রোধ।

৯) বাল্য বিবাহ রোধ।

১০) যৌতুক নিরোধ।

১১) জঙ্গীবাদ দমন।

১২) নারী ও শিশু পাচার রোধ।

১৩) চোরাচালান প্রতিরোধ।

১৪) হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণ।

১৫) জালনোট প্রচলন রোধ এবং

১৬) যৌন হয়রানী (ইভ-টিজিং) প্রতিরোধ।
 

. আইন-শৃঙ্খলা :
 

১) ১৮৬১ সালের পুলিশ আইন এবং ১৯৪৩ সালের পুলিশ রেগুলেশনস্ অনুযায়ী অপরাধ দমন কার্যক্রমে পুলিশ বিভাগের উপর সাধারণ নিয়ন্ত্রণ।

২) উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতির দায়িত্ব পালন।

৩) অপরাধ প্রবণতা হ্রাসে কার্যকর উদ্যোগ গ্রহণ।

৪) গুরুতর অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণ।

৫) উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাপূর্বক জনজীবনে স্বস্তি আনয়ন।

৬) বিশেষ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভবের ক্ষেত্রে সংশ্লিষ্ট কমকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে সম্প্রসারিত আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠান এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ।

৭) আইন-শৃঙ্খলা রক্ষার্থে নতুন থানা, তদন্ত কেন্দ্র, পুলিশ ফাঁড়ি স্থাপনেরর প্রস্তাব প্রেরণ এবং

৮) আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ পরিস্থিতি, প্রাণহানি, দুঘটনা, দুর্যোগ ইত্যাদি বিষয়ে সরকারের আশু দৃষ্টি আকর্ষণ করে তাৎক্ষণিক প্রতিবেদন প্রেরণ।

 

. পর্যটন :
 

১) বিদ্যমান পর্যটন স্পটগুলোর আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।

২) বিদ্যমান পর্যটন স্পটগুলোর নান্দনিক সৌন্দর্য বজায় রাখাসহ পরিবেশ সংরক্ষণে উদ্যোগ গ্রহণ।

৩) বিদ্যমান পর্যটন স্পটগুলোর আগত পর্যটকদের নিরাপত্তা বিধানে উদ্যোগ গ্রহণ।

৪) প্রাকৃতিক পরিবেশকে কাজে লাগিয়ে জেলায় স্থানীয়ভাবে পর্যটনের সু্যোগ সুবিধা সৃষ্টি।

৫) পর্যটন খাতে বিনিয়োগে বেসরকারি উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ এবং

৬) পর্যটন সুবিধা সৃষ্টির জন্য সরকারের নিকট প্রস্তাব প্রেরণ।
 

. আগ্নেয়াস্ত্র  নিয়ন্ত্রন :
 

১) ১৮৭৮ সালের আগ্নেয়াস্ত্র আইন অনুযায়ী কার্যক্রম গ্রহণ।

২) সকল ধরণের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন, বাতিল ও পুনবহাল সম্পর্কিত যাবতীয় কার্যক্রম গ্রহণ।

৩) বৈধ আগ্নেয়াস্ত্র ডিলার এবং দোকান মালিকদের কম্পিউটারাইজড ডাটাবেজ প্রস্তুত ও হালনাগাদকরণ এবং

৪) সকল ধরণের বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের / স্বত্বাধিকারীদের কম্পিউটারাইজড ডাটাবেজ প্রস্তুত ও  নিয়মিত হালনাগাদকরণ।
 

. রাষ্ট্রীয় গোপনীয় বিষয়াদি :
 

১)  মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত কার্যাদি।

২) সমর পুস্তিকা সংক্রান্ত কার্যাদি।

৩) সাইফার ও ডি-সাইফার সম্পর্কিত পুস্তকাদির সংরক্ষণ এবং প্রাপ্ত সাইফার বার্তা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।

৪) গোপনীয় পুস্তকাদির নিরাপদ হেফাজত সম্পর্কিত প্রতিবেদন প্রেরণ।

৫) ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেক্টস এ্যাক্ট অনুযায়ী অতীব গোপনীয় বিষয়াদি প্রক্রিয়াকরণ এবং

৬) KPI সমূহের নিরাপত্তা তদারকি।
 

. গোপনীয় প্রতিবেদন :
 

১ ) উপজেলার সার্বিক অবস্থার উপর পাক্ষিক গোপনীয় প্রতিবেদন সরকারে কাছে প্রেরণ।

২) বিশেষ রাজনৈতিক পরিস্থিতির উপর গোপনীয় প্রতিবেদন সরকারের কাছে প্রেরণ।

৩) বিশেষ গুরুত্বপূণ ঘটনার গোপনীয়  প্রতিবেদন প্রেরণ।

৪) বিশেষ আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর গোপনীয় প্রতিবেদন প্রেরণ।
  

. দুর্নীতি দমন :
 

১) দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনকে সহযোগিতা প্রদান।

২) জনগণ কর্তৃক দুর্নীতির বিষয়ে দাখিলকৃত অভিযোগের প্রক্রিয়াকরণ এবং

৩) দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ।
 

১০. জন উদ্বুদ্ধকরণ :
 

১) বিভিন্ন সামাজিক সমস্যা যেমন-যৌন হয়রানী, নারী নির্যাতন, মাদক সেবন, যৌতুক, বাল্যবিবাহ ইত্যাদি নিরসনে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের সাথে মত বিনিময় এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ।

২) জনগণকে সম্পৃক্ত করে স্থানীয়ভাবে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন  এবং

৩) সরকারি নতুন কমসূচি সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং কমসূচি বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ।
 

১১. লাইসেন্স :
 

১) ভোগ্যপণ্য এবং সি আই শীট, সিমেন্ট, সিগারেট, স্বর্ণ, আয়রন, স্টীল ইত্যাদির ডিলিং লাইসেন্স প্রদান, নবায়ন ও বাতিলকরণ।

২) বিষাক্ত দ্রব্য, বিস্ফোরক দ্রব্য, মাদক দ্রব্য এবং মদ, মানি লেন্ডিং, ইটভাটা, মোটর ড্রাইভিং, সিনেমা হল, হোটেল এবং রেস্টুরেন্ট ইত্যাদির লাইসেন্স প্রদান, নবায়ন ও বাতিল করণ।

৩) বিভিন্ন দপ্তর/সংস্থার প্রয়োজনীয় ‘অনাপত্তি সনদ’ প্রদান।

৪) সরাই এ্যাক্ট, এসিড( স্থানান্তর, সংরক্ষণ এবং বিপণন) এ্যাক্টের আওতায় লাইসেন্স প্রদান, নবায়ন ও বাতিলকরণ।

৫) নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী যেমন চিনি, লবন ইত্যাদির লাইসেন্স প্রদান, নবায়ন ও বাতিলকরণ এবং

৬) প্রয়োজনে টিসিবিসহ অন্যান্য ডিলার নিয়োগ।
 

১২. মুক্তিযুদ্ধ বিষয়ক :
 

১) মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তিকরণে সহযোগিতা প্রদান।

২) শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের কল্যাণ।

৩) যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ অন্যান্য মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কল্যাণ।

৪) মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীঢ মর্যাদায় দাফন/ শেষকৃত্য অনুষ্ঠানে সরকারেরর প্রতিনিধির উপস্থিতি নিশ্চিতকরণ, প্রয়োজনে আর্থিক সহযোগিতা প্রদান।

৫) মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ কার্যক্রম তদারকি।

৬) মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত স্থানসমূহ চিহ্নিতকরণ ও সংরক্ষণে কার্যক্রম গ্রহণ এবং

৭) মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল নির্বাচনে সহযোগিতাকরণ।
 

১৩. সম্পত্তি অধিগ্রহণ এবং হুকুম দখল :
 

১) জনস্বার্থে ভূমি, ভবন, যানবাহন ইত্যাদি অধিগ্রহণ ও হুকুম দখল সম্পর্কিত কার্যাদি।

২) উপজেলা ভূমি বরাদ্দ কমিটির কার্যাদি।

৩) উপজেলা সাইট সিলেকশন কমিটির কার্যাদি।

৪) অধিগ্রহণকৃত সম্পত্তির ক্ষতিপূরণের অথ পরিশোধ সংক্রান্ত কার্যাদি।

৫) অধিগ্রহণকৃত অথচ অব্যবহৃত ভূমি পুনঃগ্রহণ সংক্রান্ত কার্যাদি এবং

৬) জনস্বার্থে হুকুম দখলকৃত সম্পত্তি অবমুক্তকরণ।
 

১৪. সংবাদ এবং প্রকাশনা :
 

১) সংবাদপত্র, সাময়িকী ইত্যাদি প্রকাশের অনুমতি প্রদান।

২) প্রিন্টিং প্রেস স্থাপনের  যথাথতা যাচাইপূবক অনুমতি প্রদান।

৩) সংবাদপত্র, সাময়িকী ইত্যাদি প্রকাশের জন্য অনুমতি / ঘোষণা বাতিল।

৪) প্রকাশনা নিষিদ্ধকরণ/ সাময়িক স্থগিতকরণ।

৫) সংবাদপত্র, সাময়িকী ইত্যাদির এবং প্রিন্টিং প্রেস এর মালিকানা অনুমোদন  এবং

৬) ১৯৭৩ সালের প্রিন্টিং প্রেস এ্যান্ড পাবলিকেশন এ্যাক্ট অনুযায়ী অন্যান্য কার্যক্রম গ্রহণ।
 

১৭. নির্বাচন :
 

১) নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন অনুষ্ঠানে অর্পিত দায়িত্ব পালন।

২) ভোটার তালিকা প্রণয়ন ও হালনাগাদকরণ তত্ত্বাবধান।

৩) জাতীয় পরিচয়পত্র প্রণয়ন ও হালনাগাদকরণ তত্ত্বাবধান।

৪) সরকারি নির্দেশনা অনুযায়ী নির্বাচনী এলাকা নির্ধারণ এবং পুনঃনির্ধারণ।

৫) নির্বাচন কমিশন কর্তৃক সময় সময় অর্পিত অন্য যে কোন দায়িত্ব পালন।
 

১৯. পরিসংখ্যান
 

১) আদমশুমারী সুষ্ঠ ও সঠিকভাবে সম্পাদনে প্রয়োজনীয়  সহযোগিতা প্রদান এবং

২) বিশেষ শুমারী যেমন-কৃষিশুমারী, স্বাস্থ্যশুমারী, শিক্ষাশুমারী, সামাজিক নিরাপত্তা বেস্টনীশুমারী ইত্যাদি সুষ্ঠ ও সঠিকভাবে সম্পাদনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।
 

২০. দুর্যোগ ব্যবস্থাপনা :
 

১) দুর্ভিক্ষ কোড, দুর্যোগ সংক্রান্ত স্থায়ী আদেশাবলি (Standing Orders on Disaster) ও নীতিমালা এবং বিভিন্ন  সময়ে জারিকৃত প্রজ্ঞাপন, পরিপত্র, আদেশ, স্মারক ইত্যাদির মাধ্যমে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী দুর্যোগপূর্ব,  দুর্যোগকালীন ও দুর্যোগোত্তর সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ ও পুনবাসন কার্যক্রম গ্রহণ।

২) ত্রাণ ও পুনবাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত উপজেলা কমিটিগুলোতে সভাপতির দায়িত্ব পালন।

৩) দুর্যোগ ক্ষতিগ্রস্থ এলাকা দুর্যোগোত্তর তাৎক্ষণিক দর্শন / পরিদর্শন।

৪) সাধারণ (খাদ্য ও নগদ) ত্রাণ পরিচালনা ও টেস্ট রিলিফ প্রদান।

৫) কাবিখা/ কাবিটা/ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কমসূচির সুষ্ঠু বাস্তবায়ন।

৬) ভিজিএফ/ ভিজিডি কমসূচির সুষ্ঠু বাস্তবায়ন।

৭) অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির বাস্তবায়ন, তত্ত্বাবধান ও পরিবীক্ষণ এবং

৮) সময় সময় সরকার কর্তৃক গৃহীত অন্য যে কোন ত্রাণ ও পুনবার্সন এবং দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি তত্ত্বাবধনা ও পরিবীক্ষণ।
 

২১. খাদ্য :
 

১) খাদ্যশস্য সংগ্রহে সহযোগিতা প্রদান।

২) খাদ্যশস্য গুদামজাতকরণে সহায়তা।

৩) খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।

৪) খাদ্য নিরাপত্তা গড়ে তুলতে সহযোগিতা প্রদান।

৫) খাদ্যগুদামের বার্ষিক ভেরিফিকেশন এবং প্রয়োজন অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রিট হিসেবে দায়িত্ব পালন।

৬) অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর লাইসেন্স প্রদান।

৭) খাদ্যে ভেজাল প্রতিরোধে মোবাইল কোট পরিচালনা এবং

৮) খোলা বাজারে খাদ্য বিক্রয় কর্মসূচি (ওএমএস) এবং ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে খাদ্যশস্য বিক্রয়ের ডিলার নিয়োগ ও খাদ্য বিক্রয় কার্যক্রম তদারকি ও পরিবীক্ষণ।
 

২২. আনসার ভিডিপি:
 

১) আনসার ও ভিডিপি’র কার্যাদি সমন্বয়সাধন এবং তত্বাবধান।

২) আনসার দ্বারা গুরুত্বপূণ স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা করা।

৩) সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনানুযায়ী আনসার নিয়োগের উদ্যোগ গ্রহণ।

৪) গ্রাম আনসার (পুরুষ ও মহিলা) দলকে গ্রামের আইন-শৃঙ্খলা, সামাজিক কল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও উন্নয়ন কর্মকান্ডে নিয়োজিত করার উদ্যোগ গ্রহণ।

৫) দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগোত্তর সময়ে জননিরাপত্তা বিধানে আনসার নিয়োগের উদ্যোগ গ্রহণ।
 
 

২৪. শ্রম বিষয়ক :
 

১)  শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের কল্যাণে ব্যবস্থা গ্রহণ।

২) কমরত অবস্থায় মৃত্যুবরণকারী/ আহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায়ে ভূমিকা রাখা।

৩) শ্রমিক অসন্তোষ প্রশিমন ও নিয়ন্ত্রণ।

৪) শিল্পাঞ্চল ও অন্যান্য অবৈধ শ্রম বন্ধে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ।

৫) মালিক ও শ্রমিক উভয় পক্ষের মধ্যে পারিস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে ভুমিকা রাখা।

 

২৫. সামাজিক নিরাপত্তা বেস্টনী :

 

১) মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বিধবা/স্বামী পরিত্যক্তার, বয়স্ক ইত্যাদি ভাতা বিতরণ কার্যক্রম তদারকি ও সমন্বয়।

২) সরকারি ও বেসরকারি এতিমখানা, শিশু সদন, শিশুনিবাস ইত্যাদির এবং হাসপাতাল রোগী কল্যাণ সম্পর্কিত বিভিন্ন কমিটিতে সভাপতির দায়িত্ব পালন, কার্যক্রম তদারকি ও সমন্বয়।

৩) প্রবীণ দিবস পালন এবং প্রবীণদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ।

৪) প্রতিবন্ধীদের শিক্ষার সম্প্রসারণ এবং অন্যান্য কল্যাণমূলক কাজে সহায়তা প্রদান।

৫) অটিস্টিক শিশুদের জন্য শিক্ষা ও অন্যান্য কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ।

৬) সমাজ সচেতনতা বৃদ্ধিতে এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সফলতায়/সহায়তায় প্রদত্ত অনুদান প্রাপ্তদের বাছাই ও বিতরণ কার্যক্রম তদারকি ও সমন্বয়।

৭) এসিড সন্ত্রাসের শিকার নারী ও পুরুষদের মধ্যে অনুদান/ সহায়তা প্রদান।

৮) সহরাঞ্চলের জন্য গৃহীত উন্নয়ন কর্মসূচির সভাপতি হিসেবে দায়িত্ব পালন।

৯) উপজেলার এতিমখানায় ভর্তি কমিটির সভাপতির দায়িত্ব পালন  এবং

১০) সামাজিক নিরাপত্তা ও দারিদ্র বিমোচনে উন্নয়ন / অনুন্নয়ন খাত হতে বিভিন্ন মন্ত্রণালয়/ বিভাগ (বর্তমানে ২১টি) কর্তৃক গৃহীত বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচি বাস্তবায়নে সহায়তা প্রদান।
 

২৬. পরিবার পরিকল্পনা
 

১) উপজেলা পরিবার পরিকল্পনা কমিটির সভাপতির দায়িত্ব পালন।

২) মাতৃ ও শিশু স্বাস্থ্য-কেন্দ্রের কার্যাবলি তত্ত্বাবধান ও সমন্বয় সাধন।

৩) পরিবার পরিকল্পনা গ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়নে সহায়তা।

৪) পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণে সহায়তা এবং মানসম্মত পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ নিশ্চিতকরণে নির্মাণাধীন কেন্দ্র পরিদর্শন এবং

৫) পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকান্ড বাস্তবায়নে সহায়তা।

  

২৯. পরিবহন যোগাযোগ :
 

১) জনস্বার্থে সরকারি ও বেসরকারি যানবাহন অধিযাচন।

২) প্রয়োজনে পেট্রোলিয়াম,ওয়েল এবং লুব্রিকেন্ট বিক্রয় রেশনিং/ নিয়ন্ত্রণ।

৩) প্রয়োজনে গ্যাস (সিএনজি) স্টেশন হাতে গ্যাস বিক্রয় রেশনিং/ নিয়ন্ত্রণ।

৪) উপজেলা পরিবহন কর্তৃপক্ষের সভাপতির দায়িত্ব পালন এবং এর কার্যাদি সম্পাদন।

৫) উপজেলা পরিবহন কর্তৃপক্ষের আওতায় জেলার মধ্যে যানবাহন চলাচলের জন্য রুট পারমিট ইস্যু অনুমোদন।

৬) উপজেলা পরিবহন কর্তৃপক্ষের আওতায় ড্রাইভিং লাইসেন্স ইস্যু অনুমোদন;

৭) ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশ অনুযায়ী মোবাইল কোট পরিচালনা; এবং

৮) নিরাপদ সড়ক নিশ্চিতকরণ।