উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিশিষ্ট “ক”
আনোয়ারা,চট্টগ্রাম।
বাৎসরিক প্রতিবেদন
বিবেচ্য সাল ২০১৫
ক্রমিক নং |
প্রস্তাবিত বিষয় (গৃহীত কাজের নাম) | বাস্তবায়নকাল | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা | প্রত্যাশিত ফলাফল (কাজটি সম্পন্ন হলে গুনগত বা পরিমানগত কী পরিবর্তন আসবে) | পরিমাপ(প্রত্যাশিত ফলাফল তৈরি হয়েছে কিনা তা পরিমাপের মানদন্ড) | |
শুরুর তারিখ | সমাপ্তির তারিখ | |||||
০১ |
নামজারি ও জমাখারিজ মৌজা ওয়ারী সংরক্ষণ | মার্চ ২০১৫ | ডিসেম্বর ২০১৫ | উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) | প্রতি তহসিলে নামজারি আদেশের কপি মৌজা ওয়ারী ও ক্রম অনুযায়ী পৃথক পৃথক মেটাল ভল্টে সংরক্ষন করা যাবে। | সেবা প্রদানের সময়, সেবা গ্রহীতার ব্যয়, অফিস যাতায়াতের সংখ্যা ইত্যাদি লাঘব হয়েছে কিনা তা যাচাই করা। |
০২ | মৎস চাষীদের অডিও তথ্য সেবা প্রদান | মার্চ ২০১৫ | ডিসেম্বর ২০১৫ | উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা
| মৎস্য চাষীদের নানাবিধ সমস্যা সমূহ, বিশেষত দূর্যোগ পরবর্তী সময়ে উদ্ভুব সমস্যা সমূহ, কী ভাবে সমাধান করা যায় তার তথ্য অডিও ফরম্যাটে মৎস্য চাষীদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে বিতরণ করা। |
সেবা প্রদানের সময়, সেবা গ্রহীতার ব্যয়, অফিস যাতায়াতের সংখ্যা ইত্যাদি লাঘব হয়েছে কিনা এ বিষয়ক জনমত জরিপ কার্যক্রম পরিচালনা করে প্রাপ্ত ফলাফল সন্তোষজনক কিনা তা যাচাই করা।
|
০৩ | কৃষি বিষয়ক অডিও তথ্য সেবা প্রদান | এপ্রিল ২০১৫ | ডিসেম্বর ২০১৫ | উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা | কৃষকদের নানাবিধ সমস্যা সমূহ, বিশেষত দূর্যোগ পরবর্তী সময়ে উদ্ভুত সমস্যা সমূহ, কী ভাবে সমাধান করা যায় তার তথ্য অডিও ফরম্যাটে কৃষকদের বিতরণ করা। | সেবা প্রদানের সময়, সেবা গ্রহীতার ব্যয়, অফিস যাতায়াতের সংখ্যা ইত্যাদি লাঘব হয়েছে কিনা এ বিষয়ক জনমত জরিপ কার্যক্রম পরিচালনা করে প্রাপ্ত ফলাফল সন্তোষজনক কিনা তা যাচাই করা।
|
০৪ | শিক্ষার মান উন্নয়ন | নভেম্বর ২০১৫ | ডিসেম্বর ২০১৫ | উপজেলা নির্বাহী অফিসার | যথাক্রমে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সেরা শিক্ষক বাছাই ও প্রণোদনা /পুরস্কার /ট্রফি প্রদানের মাধ্যমে শিক্ষকগণকে ফলপ্রসু শিক্ষা দানে আরও উদ্বুদ্ধ করা। | গুণগত মান সম্পন্ন শিক্ষা প্রদানে শিক্ষকদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব সন্তোষজনক কিনা তা যাচাই করা।
|